১৬ মার্চ ২০১৬, বুধবার, ৭:২৪

দেশের সর্বক্ষেত্রে আওয়ামী সরকার দুর্নীতি ও লুটপাট করছে

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীতে গত চার বছরে তিন হাজার ১৩৮ কোটি ৩৮ লক্ষ টাকার অনিয়মের যে তথ্য জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে গত ১৫ মার্চ তুলে ধরা হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৬ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে গত ২০১০-১১ অর্থ বছর থেকে ২০১৪-১৫ অর্থ বছর পর্যন্ত ৩ হাজার ১৩৮ কোটি ৩৮ লক্ষ টাকার অনিয়মের যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন।

সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটি তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর গত ৪ বছরের অনিয়মের যে তথ্য প্রকাশ করেছে তা থেকে সহজেই অনুমান করা যায় যে, এ বিভাগে কি বিপুল অংকের অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এ সরকারের আমলে শেয়ার মার্কেট কেলেংকারীর ঘটনা ৩২ লক্ষ শেয়ার ব্যবসায়ীকে পথে বসিয়ে দিয়েছে। সোনালী ব্যাংকে আড়াই হাজার কোটি টাকার দুর্নীতি-লুটপাট, বেসিক ব্যাংকে ৪ হাজার কোটি টাকা আত্মসাৎ, হল মার্ক গ্রুপের ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লক্ষ টাকা লোপাট ও জনতা ব্যাংকে শত শত কোটি টাকা আত্মসাৎ করার পর বাংলাদেশ ব্যাংকের ৮শত কোটি টাকা চুরি হওয়ার পরে এবার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ৩ হাজার ১৩৮ কোটি ৩৮ লক্ষ টাকা লোপাটের ঘটনা থেকে স্পষ্টভাবেই বুঝা যাচ্ছে যে, দেশে কি ভয়াবহ দুর্নীতি চলছে। দেশের সর্বক্ষেত্রে আওয়ামী সরকার দুর্নীতি ও লুটপাট করছে। দেশে আজ লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে।

বর্তমানে দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রেই চলছে চরম অনিয়ম, দুর্নীতি ও নৈরাজ্যজনক অবস্থা। এ অবস্থায় কোন দেশ চলতে পারে না। দেশের জনগণ এ অবস্থার অবসান চায়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ৩ হাজার ১৩৮ কোটি ৩৮ লক্ষ টাকার অনিয়মের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিস্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”