১৭ মার্চ ২০১৬, বৃহস্পতিবার, ৭:২৩

তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা নিখোঁজ হওয়ার ঘটনাটি রহস্যজনক

সাইবার নিরাপত্তা বিভাগের ডিরেক্টর (অপারেশন) তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৭ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা নিখোঁজ হওয়ার ঘটনাটি রহস্যজনক।

তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে গত ১৬ মার্চ দিবাগত রাত ১টায় অপহরণ করার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন থানায় জিডি করতে গেলে থানা পুলিশ জিডি গ্রহণ করেনি। থানা পুলিশ কর্তৃপক্ষ তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহার পরিবারের পক্ষ থেকে করা জিডি গ্রহণে অস্বীকৃতি জানানোর ফলে তার নিখোঁজের রহস্য আরো ঘনিতভূত হচ্ছে।

তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা এখন কোথায় কি অবস্থায় আছেন তা দেশবাসী জানতে চায়। তাকে অপহরণ করার পর থেকে তার পরিবার-পরিজন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করছেন। তার রহস্যজনক নিখোঁজের ব্যাপারে দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন।

দেশবাসীর প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় বিশেষজ্ঞ মতামত দেয়ার কারণেই কি তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে অপহরণ করা হয়েছে? দেশবাসী মনে করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় জড়িত রাঘব-বোয়ালদের নাম এসে যাওয়ার কারণেই তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে অপহরণ করা হয়েছে যাতে জড়িত রাঘব-বোয়ালদের নাম গোপন থাকে।

দেশবাসী মনে করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮শত কোটি টাকা চুরির ঘটনা ধামাচাপা দেয়ার উদ্দেশ্যেই তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে অপহরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির সকল অর্থ উদ্ধার না হওয়া পর্যন্ত তদন্ত বন্ধ করা যাবে না।

সাইবার নিরাপত্তা বিভাগের ডিরেক্টর (অপারেশন) তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে খুঁজে বের করা এবং তাকে যারা অপহরণ করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”