১৭ মার্চ ২০১৬, বৃহস্পতিবার, ৭:২৩

মাওলানা আবদুর রহীমকে গ্রেফতারের নিন্দা

পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুর রহীম উচ্চ আদালত থেকে জামিন লাভ করা সত্ত্বেও তাকে মুক্তি না দিয়ে সরকারের পুনঃরায় গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৭ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পাবনা জেলা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা আবদুর রহীম উচ্চ আদালত থেকে জামিন লাভ করা সত্ত্বেও তাকে মুক্তি না দিয়ে পুন:রায় গ্রেফতার করে জেলে পাঠিয়ে সরকার অমানবিক কাজ করেছে।

মাওলানা আবদুর রহীম দীর্ঘ এক বছর দুই মাস যাবৎ কারাগারে বন্দী আছেন। তিনি হাইড্রোসিল, মূত্রনালী, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানাবিদ জটিল রোগে আক্রান্ত হয়ে কারাগারে গুরুত্ব অসুস্থ হয়ে পড়েছেন। উচ্চ আদালত চিকিৎসার জন্য তাকে জামিন মঞ্জুর করলেও সরকার তাকে মুক্তি না দিয়ে পুন:রায় গ্রেফতার করেছে। সরকারের এ আচরণ অন্যায় ও অমানবিক। তাকে মুক্তি না দিয়ে পুনরায় গ্রেফতার করে সরকার আদালতের প্রতি অবজ্ঞা ও অশ্রদ্ধা প্রদর্শন করেছে।

কারাগারে গুরুতরভাবে অসুস্থ্য মাওলানা আবদুর রহিমকে অবিলম্বে মুক্তি দিয়ে সুচিকিৎসা গ্রহণের সুযোগ দিয়ে আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”