২৬ মার্চ ২০১৬, শনিবার, ৭:১৭

ডঃ হাসান মাহমুদের বক্তব্য বাস্তবতা বর্জিত ও কাল্পনিক

গত ২৫ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডঃ হাসান মাহমুদ “বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত” মর্মে যে মিথ্যা মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজ ২৬ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেন, “ডঃ হাসান মাহমুদ ‘বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত’ মর্মে যে মন্তব্য করেছেন তা সর্বৈব মিথ্যা।

ডঃ হাসান মাহমুদের এ বক্তব্য বাস্তবতা বর্জিত ও কাল্পনিক। বেলজিয়ামের ঐ হামলার ঘটনার সাথে জামায়াতের জড়িত থাকার প্রশ্নই আসে না। জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই তিনি এ মিথ্যা মন্তব্য করেছেন। তার এ মন্তব্য প্রলাপ ছাড়া আর কিছুই নয়। তার এ মিথ্যা মন্তব্যে জামায়াতের কোন ক্ষতি হয়নি। বরং তার নিজের ভাবমর্যাদাই ক্ষুন্ন হয়েছে।

কাজেই নিজের মানমর্যাদার কথা চিন্তা করেই এ মিথ্যা, কাল্পনিক ও হাস্যকর মন্তব্য প্রত্যাহার করে নেয়ার জন্য আমি ডঃ হাসান মাহমুদের প্রতি আহ্বান জানাচ্ছি।”