১০ এপ্রিল ২০১৬, রবিবার, ৭:০৭

নাজিম উদ্দিন সামাদের হত্যার সাথে জামায়াত-শিবিরের কোন সম্পর্ক নেই

দৈনিক ইত্তেফাক পত্রিকার ১ম পৃষ্ঠায় “জামায়াত-শিবির বিরোধী স্ট্যাটাস দেয়ায় নাজিম খুন” শিরোনামে আজ ১০ এপ্রিল প্রকাশিত রিপোর্টে তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার বরাত দিয়ে “ধারনা করা হচ্ছে জামায়াত-শিবির বিরোধী প্রচার-প্রচারণার কারণেই নাজিম খুন হতে পারে।” মর্মে যে অনুমান নির্ভর কাল্পনিক তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ১০ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিম উদ্দিন সামাদের হত্যার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থার রাজনীতিতে বিশ্বাস করে। হত্যা ও সন্ত্রাসের রাজনীতিকে ঘৃণা করে। কাজেই নাজিম উদ্দিন সামাদের হত্যার সাথে জামায়াত ও ছাত্রশিবিরের সংশ্লিষ্ট থাকার প্রশ্নই আসে না। দৈনিক ইত্তেফাকের সংশ্লিষ্ট রিপোর্টার নাজিম উদ্দিন সামাদের হত্যা মামলার তদন্ত সংশ্লিষ্টদের বরাত দিয়ে ঐ হত্যাকান্ডের সাথে জামায়াত ও ছাত্রশিবির সংশ্লিষ্ট থাকতে পারে বলে যে সন্দেহ প্রকাশ করেছেন তা সম্পূর্ণ অবাস্তব ও অমূলক। ইতোমধ্যেই আমরা এ হত্যাকান্ডের নিন্দা জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য দাবি জানিয়েছি।

এ ধরনের অনুমান নির্ভর কাল্পনিক তথ্য পরিবেশন করে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক ইত্তেফাক পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”