১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার, ৭:০২

জামায়াতের কর্মীদের আইএসে যোগদানের প্রশ্নই আসে না

বিডি নিউজ ২৪ ডটকমে আজ ১৫ এপ্রিল প্রকাশিত রিপোর্টে আইএস-এর বাংলাদেশের তথাকথিত প্রধান Shaykh Abu Ibrahim al-Hanif-এর আইএস-এর Propaganda Magazine Dabiq-এ গত ১৩ এপ্রিল বুধবার প্রকাশিত সংখ্যায় একটি সাক্ষাতকারের বরাত দিয়ে “বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের কর্মী ও অনুসারীরা আইএস-এ যোগদান করছে” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৫ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের কোন কর্মীই আইএস-এ যোগদান করেনি।

আই.এস-এর বাংলাদেশের তথাকথিত প্রধান Shaykh Abu Ibrahim al-Hanif তার বক্তব্যে জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের কর্মীরা আইএস যোগদান করছে বলে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা। জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিকপন্থার রাজনীতিতে বিশ্বাস করে। কাজেই জামায়াতের কর্মীদের আইএসে যোগদানের প্রশ্নই আসে না।

জামায়াতে ইসলামী সম্পর্কে ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি বিডি নিউজ ২৪ ডটকম কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাযথভাবে প্রকাশ করে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”