১৭ এপ্রিল ২০১৬, রবিবার, ৬:৫৯

আনিছুর রহমান মন্টুর সাথে আইএস-এর সম্পর্ক থাকার প্রশ্নই আসে না

নীলফামারী জেলার সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব আনিছুর রহমান মণ্টুকে গত ১৬ এপ্রিল পুলিশের অন্যায়ভাবে আটক করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৭ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জনাব আনিছুর রহমান মন্টুর সাথে আইএস-এর সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। বর্তমান ক্ষমতাসীন সরকার নিছক রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাকে অন্যায়ভাবে আটক করেছে। তিনি সম্পূর্ণ নির্দোষ।

পুলিশ ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ‘দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের কিছু সক্রিয় নেতা ও সদস্য আইএস-এ নাম লিখিয়েছে’ মর্মে অনলাইন পত্রিকা বাংলাট্রিবিউন-এর রিপোর্টে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা একেবারে ডাহা মিথ্যা। এর মধ্যে সত্যের লেশমাত্রও নেই। জনবিচ্ছিন্ন এ সরকার দেশ পরিচালনায় তাদের চরম ব্যর্থতা ঢাকা দেয়ার হীন উদ্দেশ্যেই মাঝে মাঝে জামায়াত সম্পর্কে প্রলাপ বকছেন। আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, দেশের কোন এলাকায় জামায়াতের কোন লোক আইএস-এ নাম লেখায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার জন্যই এ মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে।

হয়রানি ও নির্যাতন বন্ধ করে নীলফামারী জেলার সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব আনিছুর রহমান মণ্টুকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।”