১৯ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ১১:১৮

ঝিনাইদহে জামায়াতের ১৮ জন মহিলা কর্মী গ্রেফতারের তীব্র নিন্দাঃ ধার্মিক মহিলারাও আজ সরকারের জুলুম থেকে রেহাই পাচ্ছেন না

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার দুধসরা ভবানীপুর গ্রাম থেকে গত ১৮ এপ্রিল জামায়াতে ইসলামীর ১৮ জন মহিলা কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৯ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “গত ১৮ এপ্রিল ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার দুধসরা ভবানীপুর গ্রাম থেকে পুলিশ জামায়াতে ইসলামীর যে ১৮ জন মহিলা কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে তারা সবাই সম্পূর্ণ নির্দোষ। অযথা হয়রানি করার উদ্দেশ্যেই তাদের গ্রেফতার করা হয়েছে।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ঝিনাইদহ জেলায় জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর সরকার চরম জুলুম-নির্যাতন চালাচ্ছে। পুলিশের অত্যাচার-নির্যাতনের ভয়ে তারা বাড়িতে থাকতে পারছে না। জামায়াতের মহিলা কর্মীদের গ্রেফতার করার ঘটনা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, পর্দানশীন ধার্মিক মহিলারাও আজ সরকারের জুলুম থেকে রেহাই পাচ্ছেন না। জামায়াতের নিরপরাধ মহিলা কর্মীদের পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে বন্দী করে রাখছে। সরকারের এহেন জুলুমের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার দুধসরা ভবানীপুর গ্রাম থেকে জামায়াতের গ্রেফতারকৃত ১৮ জন মহিলা কর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”