৯ মে ২০১৬, সোমবার, ১০:২৯

জামায়াতকে জড়িয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্টটি সর্বৈব মিথ্যা

দৈনিক ইত্তেফাক পত্রিকার ১ম পৃষ্ঠায় “বাংলাদেশের দরজা ইসরাইলীদের জন্য খুলে দেয়া হবে” মর্মে আজ ৯ মে প্রকাশিত রিপোর্টে “সরকার পরিবর্তনে বিএনপির সঙ্গে সহযোগিতার নিশ্চয়তা দেন ইসলামপন্থী নেতারা। এ সকল নেতারা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।” মর্মে ভিত্তিহীন মিথ্যা তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ০৯ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্টে জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা সর্বৈব মিথ্যা।

দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্ট সম্পর্কে আমাদের সুস্পষ্ট বক্তব্য হল গত ৫ ও ৭ মে দৈনিক ইত্তেফাকে জামায়াতে ইসলামীকে জড়িয়ে আরো দুটি রিপোর্টে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে। আমরা তার যথারীতি প্রতিবাদ করা সত্ত্বেও দৈনিক ইত্তেফাক আমাদের প্রতিবাদ ছাপানোর মত সৎ সাহস দেখাতে ব্যর্থ হয়েছে। দৈনিক ইত্তেফাকে উল্লেখিত কথিত কোন বৈঠকেই জামায়াতের কোন নেতা উপস্থিত থাকার প্রশ্নই আসে না। অথচ দৈনিক ইত্তেফাকের রিপোর্টে জামায়াতকে জড়িয়ে একই ধরনের মিথ্যা তথ্য বারবার পরিবেশন করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। তাই অনিয়মতান্ত্রিকভাবে সরকার উৎখাতের জন্য কথিত কোন বৈঠকে জামায়াতের কোন লোকের উপস্থিত থাকার প্রশ্ন অবান্তর। আমি আবারও দৈনিক ইত্তেফাক পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাতে চাই, কোথায় কোন্ বৈঠকে জামায়াতের কোন্ নেতা উপস্থিত ছিলেন তার নাম আপনারা প্রকাশ করুন।

প্রমাণ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবশেন করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক ইত্তেফাক পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা প্রকাশ করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”