৭ জুন ২০১৬, মঙ্গলবার, ৫:১৫

জামায়াত-শিবিরের ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই স্বরাষ্ট্র মন্ত্রী বিবিসিকে মিথ্যা বক্তব্য প্রদান করেছেন

স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের বরাত দিয়ে গত ৬ জুন বিবিসিতে প্রচারিত প্রতিবেদনে “সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবির দায়ী। যারা শিবির ছিল তারাই হুজি, তারাই জেএমবি এবং তারাই আনসারুল্লাহ বাংলাটীম।” মর্মে যে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৭ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামালের বরাত দিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে বক্তব্য প্রচার করা হয়েছে তা সর্বৈব মিথ্যা।

যারা ছাত্রশিবির ছিল তারাই হুজি, তারাই জেএমবি ও তারাই আনসারুল্লাহ বাংলাটীম হওয়ার প্রশ্নই আসেনা। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই স্বরাষ্ট্র মন্ত্রী বিবিসিকে মিথ্যা বক্তব্য প্রদান করেছেন। তারা ইতোপূর্বেও বহুবার এ ধরনের মিথ্যা বক্তব্য দিয়েছেন এবং আমরা যথারীতি তার প্রতিবাদ জানিয়ে বলেছি যে, কোন হত্যাকান্ডে সাথেই জামায়াত ও ছাত্রশিবিরের সম্পর্ক নেই।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।”