২১ জুন ২০১৬, মঙ্গলবার, ৩:৩৭

দৈনিক যুগান্তরে প্রকাশিত রিপোর্টটি উস্কানীমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত

দৈনিক যুগান্তর পত্রিকার ১ম পৃষ্ঠায় “জামায়াত নিষিদ্ধে টালবাহানা” শিরোনামে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ২১ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক যুগান্তরের গোটা রিপোর্টটিই উস্কানীমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

দৈনিক যুগান্তরের রিপোর্টের জবাবে আমাদের স্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থার স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করে। জামায়াত তার জন্ম লগ্ন থেকেই সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছে। কাজেই সন্ত্রাসের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের আইন ও সংবিধান মেনেই রাজনীতি করছে। কাজেই জামায়াতকে নিষিদ্ধ ঘোষণার দাবী সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক। এ দাবী দেশে ও বিদেশে প্রত্যাখ্যাত হয়েছে। এ অন্যায় ও অযৌক্তিক দাবী কখনো হালে পানি পাবে না।

কাজেই এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উস্কানীমূলক রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক যুগান্তর পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”