১১ জুলাই ২০১৬, সোমবার, ৩:২৪

রাজশাহীতে জামায়াত শিবিরের নেতা-কর্মীদের গ্রেফতারের নিন্দা

রাজশাহী মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জনাব সিদ্দিক হুসাইনসহ ১১ জন নেতা-কর্মীকে আজ ১১ জুলাই পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান আজ ১১ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জনাব সিদ্দিক হুসাইনসহ জামায়াতের ১১ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য সরকার যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে জনাব সিদ্দিক হুসাইনসহ জামায়াতের ১১ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাদের অন্যায়ভাবে গ্রেফতারের মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্র অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। দেশের জনগণের ওপর ফ্যাসিবাদী শাসন চালিয়ে কোন সরকারই বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। সরকারের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

রাজশাহী মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জনাব সিদ্দিক হুসাইনসহ সারা দেশে গ্রেফতারকৃত জামায়াতের সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”