১৯ জুলাই ২০১৬, মঙ্গলবার, ৩:১৫

অধ্যাপক আজিজুর রহমান স্বপনসহ জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে সরকার জুলুম করছে

কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপনকে, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর ডঃ নজরুল ইসলামকে, খুলনা মহানগরী ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী ইমরান খালিদ, এইচ আর ডি সেক্রেটারী আবু বকর সিদ্দিককে, দিনাজপুর শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো: আয়াতুল্লাহকে এবং ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া থেকে একজন পর্দানসীন ধার্মিক মহিলা জলি খাতুনকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ১৯ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের উপর চরম জুলুম করছে।

সরকার একদিকে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের আটক করে হত্যা করছে, অন্য দিকে গ্রেফতার অভিযান চালিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার করছে। আজ ১৯ জুলাই পুলিশ কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপনকে, গত ১৭ জুলাই পুলিশ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর ডঃ নজরুল ইসলামকে, ১৮ জুলাই খুলনা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারী ইমরান খালিদ, এইচআরডি সেক্রেটারী আবুবকর সিদ্দিককে, আজ ১৯ জুলাই দিনাজপুর শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো: আয়াতুল্লাহকে এবং ১৭ জুলাই ঝিনাইদহের পর্দানসীন ধার্মিক মহিলা জলি খাতুনকে অন্যায়ভাবে গ্রেফতার করে কষ্ট দিচ্ছে। তারা সকলেই নির্দোষ। রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সারা দেশে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”