২৩ জুলাই ২০১৬, শনিবার, ৩:০৯

দেশবাসীর কাছে স্পষ্ট জঙ্গিবাদের সাথে কারা জড়িত: জনাব হানিফ-হাসান মাহমুদরা প্রকৃত অপরাধীদেরই আড়াল করতে চায়

গত ২২ জুলাই রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এবং জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ ২৩ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এবং জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়েছেন তা নির্জলা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। জামায়াতের ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই তারা জামায়াতকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়েছেন।

মাহবুব-উল-আলম হানিফের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করে। গুপ্ত হত্যা ও জঙ্গী হামলাকে জামায়াত সব সময়ই ঘৃণা করে থাকে। তাই গুপ্ত হত্যা ও জাঙ্গী হামলার সাথে জামায়াতের জড়িত থাকার প্রশ্নই আসেনা।

হাসান মাহমুদের বক্তব্যের জবাবে আমি স্স্পুষ্ট ভাষায় জানাতে চাই যে, যে সব জঙ্গী ধরা পড়ছে তারা কেউই জামায়াত-শিবির করতো না। বরং জাতির সামনে স্পষ্ট হয়ে গিয়েছে যে, গুপ্ত হত্যা ও জঙ্গী হামলায় জড়িত ব্যক্তিরা আওয়ামী ঘরানার লোক। তাদের নিজেদের আয়নায় মুখ দেখা উচিত।

জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা বন্ধ করে নিজেদের ঘর সামলানোর জন্য আমি মাহবুব-উল-আলম হানিফ ও হাছান মাহমুদের প্রতি আহ্বান জানাচ্ছি।”