১৭ সেপ্টেম্বর ২০১৬, শনিবার, ৩:০৪

সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১৫৭ জন লোক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ

ঈদুল আযহার ছুটির কয়েকদিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১৫৭ জন লোক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ১৭ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ঈদুল আযহার ছুটির কয়েকদিনে সড়ক দুর্ঘটনায় পুলিশ, নারী ও শিশুসহ ১৫৭ জন লোক নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার দ্বারাই প্রমাণিত হয় যে, দেশে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করছে।

যানবাহন চলাচলের ক্ষেত্রে আইন অমান্য করার কারণেই সড়ক দুর্ঘটনার সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এক পরিসংখ্যানে দেখা যায় যে, গত ৭ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় দেড় হাজার লোক নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনার সংখ্যা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। অতীতে আর কখনো এত অধিক পরিমাণ লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয়নি। পুরোনো লক্কর-ঝক্কর মার্কা গাড়ী রাস্তায় চলাচল করা ও অনভিজ্ঞ ড্রাইভার দিয়ে গাড়ী চালানো এবং যানবাহন চলাচল আইন অমান্য করে গাড়ী চালানোর কারনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধ করার ব্যাপারে সরকারের কার্যকর কোন মনিটরিংয়ের ব্যবস্থাও নেই।

সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে লক্কর-ঝক্কর মার্কা পুরোনো গাড়ী চলাচল বন্ধ, অনভিজ্ঞ ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স প্রদান না করা এবং যানবাহন চলাচল আইন কঠোরভাবে মেনে চলতে গাড়ীর ড্রাইভারদের বাধ্য করতে হবে।

আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এবং কোন দুর্ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করবেন।

ঈদুল আজহার ছুটিতে যারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও আহদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”