২৩ অক্টোবর ২০১৬, রবিবার, ৫:১৩

কালের কণ্ঠে জামায়াতকে জড়িয়ে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের প্রতিবাদ

কালের কণ্ঠ পত্রিকার প্রথম পৃষ্ঠায় “সেফ জোন করার পরিকল্পনার ছিল নব্য জেএমবির জঙ্গিদের” শিরোনামে প্রকাশিত রিপোর্টে ভোলাহাট থানার ওসি মহাসীন আলীর বরাত দিয়ে “কথিত নব্য জেএমবির প্রধান নিহত সারোয়ার জাহান ওরফে আবদুর রহমান চাঁপাইনবাবঞ্জের জামায়াত কর্মীর ছেলে” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৩ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “কথিত নব্য জেএমবির প্রধান সারোয়ার জাহান ওরফে আবদুর রহমানের পিতা আবদুল মান্নানের বা তার পরিবারের কারো সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। কাজেই কথিত সারোয়ার জাহান ওরফে আবদুর রহমানের পিতার জামায়াতের কর্মী হওয়ার প্রশ্নই আসে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই কথিত সারোয়ার জাহান ওরফে আবদুর রহমানকে জামায়াত কর্মীর ছেলে বলে উল্লেখ করা হয়েছে। এভাবে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

তাই জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক কালের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা প্রকাশ করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”