১৯ অক্টোবর ২০১৬, বুধবার, ৫:১০

জনকণ্ঠ পত্রিকায় জনাব মকবুল আহমাদকে জড়িয়ে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র প্রতিবাদ

দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় প্রকাশিত একটি প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদের বিরুদ্ধে যে সব ভিত্তিহীন মিথ্যা অভিযোগ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১৯ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জামায়াতে ইসলামীর নতুন আমীর জনাব মকবুল আহমাদের বিরুদ্ধে দৈনিক জনকণ্ঠের রিপোর্টে যে সব অভিযোগ করা হয়েছে তা সর্বৈব মিথ্যা। তার রাজাকার কমান্ডার হওয়ার প্রশ্নই আসে না। কোন হত্যা ও অগ্নি সংযোগের ঘটনার সাথে তার কোন ধরনের সংশ্লিষ্টতা ছিল না।

তিনি একটি উচ্চ বিদ্যালয়ের সর্বজন শ্রদ্বেয় ও সম্মানিত শিক্ষক ছিলেন। ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আ: হান্নান ও দাগন ভূঞা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙালীর বক্তব্যের বরাত দিয়ে জনাব মকবুল আহমাদের বিরুদ্ধে যে সব কথা লেখা হয়েছে তার কোন ভিত্তি নেই। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা মুক্তিযোদ্ধা মাওলানা ওয়াজ উদ্দিন, খুশিপুর গ্রামের আহসান উল্লাহকে এবং লালপুর গ্রামের হিন্দু পাড়ায় আগুন দিয়ে ১০ জনকে হত্যা করার ঘটনার সাথে জনাব মকবুল আহমাদের কোন ধরনের সংশ্লিষ্টতা ছিল না। তার হুকুমে ঐ সব ঘটনা সংঘটিত হওয়ার প্রশ্নই আসে না। তার বিরুদ্ধে এ সমস্ত অভিযোগের সামান্যতম সংশ্লিষ্টতা থাকলে, কেউ না কেউ অবশ্যই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করত। এ থেকেই প্রমাণিত হয় যে, তার সাথে এ সব অভিযোগের দূরতম কোন সম্পর্কও নেই। জনাব মকবুল আহমাদের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই এ সব কল্পকাহিনী প্রচার করা হচ্ছে।
এ ধরনের ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো থেকে বিরত থাকার জন্য আমি জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”