রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েল হাট এলাকায় গভীর নলকূপে পড়ে আড়াই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মর্মান্তিক এ দুর্ঘটনার খবর পেয়ে সেই দিন উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন।
তিনি আজ উপস্থিত হয়ে নিহত শিশুর পরিবারকে সান্ত্বনা দেন এবং শোকাহত বাবা-মায়ের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় জামায়াতে ইসলামের পক্ষ থেকে তিনি নিহত শিশুর পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। একটি নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা কর্মপরিষদ সদস্য ও রাজশাহী শিক্ষক ফেডারেশনের চেয়ারম্যান ড. ওবায়দুল্লাহ, তানোর উপজেলা শাখার আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, পাচন্দর ইউনিয়ন আমির জুয়েল রানা, বাধাইড় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আনারুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে নিহত শিশু সাজিদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
স্থানীয়রা জানান, গভীর নলকূপটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় খোলা থাকায় দুর্ঘটনাটি ঘটে। তারা ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।