২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার

ঢাকা-১৫ আসন মিরপুরে আমীরে জামায়াতের সালাতুল জুম'আ আদায়, সম্মানিত মুসল্লীদের সাথে কুশল বিনিময় ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়

-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান আজ ২৬ সেপ্টেম্বর, রাজধানীর মিরপুর-ঢাকা ১৫ আসনের বড়বাগ কেন্দ্রীয় জামে মসজিদে জুম'আর সালাত আদায় করেছেন। সালাতের আগে তিনি মুসল্লীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সালাত আদায় শেষে বিপুল সংখ্যক মুসল্লীর সাথে কুশল বিনিময় করেন।

পরে তিনি মনিপুর দারুল জান্নাত জামে মসজিদে (আমতলা মসজিদ) মাগরিবের সালাত আদায় করেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। দিনের শেষ কর্মসূচিতে তিনি মনিপুর বাইতুল আশরাফ জামে মসজিদে (মাইকওয়ালা মসজিদ) এশার সালাত আদায় করে মুসল্লীদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর পূর্ণ আনুগত্য এবং কুরআন-হাদীসের নির্দেশনা মেনে চললেই সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।” তিনি সতর্ক করে বলেন, “কুরআনের কিছু অংশ মানা আর কিছু অংশ অমান্য করলে দুনিয়াতে অপমান ও আখেরাতে কঠোর শাস্তি নেমে আসবে।”

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, মিরপুর পূর্ব থানা আমীর শাহ আলম তুহিন, কাফরুল অঞ্চলের টিম সদস্য মো. জসিম উদ্দিন, মিরপুর পূর্ব থানা সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী এবং ১৩ নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল আমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।