বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবী, সাবেক এটর্নি জেনারেল ও অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা জনাব এ এফ এম হাসান আরিফ ২০ ডিসেম্বর শুক্রবার অপরাহ্ন ৩:১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তিকালের খবর পেয়েই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তাঁকে শেষবারের মত একনজর দেখার জন্য রাজধানীর ল্যাব এইড হাসপাতালে গমন করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন।
এ সময় তিনি বলেন, আমি তাঁকে খুবই শ্রদ্ধা করতাম। তিনি পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতেন এবং তিনি একজন উঁচু মাপের আইনজীবী ছিলেন। উপদেষ্টা হিসেবে তাঁকে আমার খাঁটি দেশপ্রেমিক মনে হয়েছে। আমরা তাঁর সাথে অনেক বার নামাজ আদায় করেছি।
তিনি আরও ব লেন, তাঁর পৃথিবীর জীবন শেষ হলো এবং অনন্তকালের সফর শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তাঁর প্রতি রহম করুন। তার জন্য প্রতিটি মঞ্জিল সহজ করে দিন। তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।