২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১১:১০

নেত্রকোনা জেলা জামায়াতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে

-মতিউর রহমান আকন্দ

প্রত্যেক মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। কোনো এলাকার কেউই দাওয়াতের বাইরে থাকবে না। নেত্রকোনা জেলা জামায়াতের প্রতিনিধি সম্মেলন-২৪ উপলক্ষে শনিবার (২০ এপ্রিল) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ।

নেত্রকোনা জেলা আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডঃ সামিউল হক ফারুকী।

স্থানীয় একটি হলরুমে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ সম্মেলনে প্রধান অতিথি আরও বলেন, “জামায়াতের মূল লক্ষ্যে পৌঁছাতে দাওয়াতি কাজের কোনো বিকল্প নেই। জামায়াত এদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে সামনে এগিয়ে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন শুধু নয়, এ সরকারের অধীনে কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের প্রতিনিধিত্ব করে এমন কোনো রাজনৈতিক দল এ অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাবে না।”

বিশেষ অতিথির বক্তব্যে ডঃ সামিউল হক ফারুকী বলেন, “১৫ দিন ব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে নেত্রকোনার সকল শ্রেণি-পেশার মানুষের নিকট দাওয়াত পৌঁছে দিতে হবে। প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শ্রমজীবী, পেশাজীবিসহ সকল শ্রেণির মানুষকে দাওয়াতের আওতায় নিয়ে আসতে হবে। এদেশের মানুষ জামায়াতের দিকে তাকিয়ে আছে। জামায়াতে ইসলামী এদেশের মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ।”

এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগরী জামায়াতের আমীর কামরুল আহসান এমরুল, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল করিম, নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন সাইফুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফাসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। এতে বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।