১৪ এপ্রিল ২০২৪, রবিবার, ৪:২৮

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন উপহার প্রদান করেন আমীরে জামায়াত

যেকোন প্রাকৃতিক দুর্যোগে জামায়াতে ইসলামী মানুষের পাশে থাকে

-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, “এবারের রোজা মানুষদের অনেক কষ্টে কেটেছে। কেননা জিনিসপত্রের দাম অনেক বেশি। এর মধ্যে রমজানের শেষ দিকে যখন শিলাবৃষ্টি হয় তখন এই কষ্ট আরো বাড়িয়ে দিয়েছে। সিলেটের গোলাপগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় শিলাবৃষ্টিতে মানুষ অনেক কষ্টে রয়েছেন। অনেকে ঘরের নিচে গেলে আকাশের তারকা দেখা যায়। শিলাবৃষ্টির খবর শুনার পর থেকেই জামায়াতের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিচ্ছেন। তাদের পাশে রয়েছেন। আজ আমি আপনাদের দেখতে এসেছি। প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য মহান আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা। বিপদ আপদ দিয়ে মহান আল্লাহ তালা আমাদের পরীক্ষা করেন। এ পরীক্ষায় আমাদের সকলকে উত্তীর্ণ হতে হবে।

শনিবার বিকেল সাড়ে ৩টায় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটা মজলুম সংগঠন। আমরা যখনি মানুষের দু:খ কষ্টের কথা শুনি, তখনি আমরা গরীব কর্মীদের পকেটের টাকা নিয়ে আপনাদের কাছে সীমিত সাহায্য নিয়ে ছুটে আসি। আপনাদের দুঃখের সাথী হতে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের অল্প দানে হয়তো আপনাদের কষ্ট লাঘব পুরোপুরি হবেনা। তিনি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর জনাব জমির উদ্দিনের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মো: সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর জনাব মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, সেক্রেটারি নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফিজ নজমুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের নায়েবে আমির জিন্নুর আহমদ চৌধুরী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজ জামাল প্রমুখ।