২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:৪২

লালমনিরহাট জেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

সকল কাজের জন্য আল্লাহ তায়া’লার কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে

-মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “সকল কাজের জন্য আল্লাহ তায়া’লার কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে। দায়িত্ব কোন পদ নয় বরং জবাবদিহিতার নাম হলো দায়িত্ব।”

তিনি আজ ২৯ মার্চ জুমাবার লালমনরহাট জেলা জামায়াতের আয়োজনে ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর প্রভাষক আতাউর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ আবু তাহের এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য অধ্যক্ষ আবু আব্দুল্লাহ, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রটারি হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা এডভোকেট ফিরোজ হায়দার লাভলু, জননেতা আনোয়ারুল ইসলাম রাজুসহ জেলা ও উপজেলার দায়িত্বশীলবৃন্দ।

মাওলানা আবদুল হালিম বলেন, “ইউনিট দায়িত্বশীলদেরকে জ্ঞান ও আমলে অন্যান্যদের নিকট আদর্শ হিসেবে উপস্থাপিত হতে হবে। কুরআনের মাধ্যমে আন্দোলনকে বুঝার চেষ্টা করতে হবে। কথা ও কাজের মধ্যে বৈপরীত্য রাখা যাবে না। কথা হবে পরিশীলিত এবং অশ্লীলতা মুক্ত। দায়িত্বশীলগণ সময়ের অপব্যবহার বা অপচয় করবেন না বরং সময়ের যথাযথ ব্যবহার করবেন।”

অনুষ্ঠানের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম।