২৩ মার্চ ২০২৪, শনিবার, ১১:০৩

কক্সবাজার জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সামাজিক নিরাপত্তা গভীর সংকটে নিপতিত

-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “বাংলাদেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সামাজিক নিরাপত্তা হুমকির সম্মুখীন। পাঠ্য পুস্তকে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের বিপরীত চিন্তা-চেতনার সমাহারে মনে হয় বাংলাদেশ সংখ্যালঘু মুসলিম দেশ। ধর্মীয় বিদ্বেষ উস্কে দিয়ে একটি মহল দেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। রমাদান আসলে বিশ্বের বিভিন্ন দেশে দ্রব্যমূল্য কমিয়ে দিলেও বাংলাদেশে এর ব্যতিক্রম। সরকার দলীয় সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আন্তরিক নয়।”

২৩ মার্চ শনিবার কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। দেশের যে কোন সংকট, দুর্যোগ-দুর্বিপাকে জামায়াতের ভূমিকা দেশবাসীর নিকট সমাদৃত হয়েছে। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য জামায়াতের সকল কর্মপরিকল্পনা চলমান রয়েছে। তাই দেশ ও দেশের মানুষের কল্যাণে জামায়াতের প্রত্যেক সদস্যকে সততা ও যোগ্যতার পরীক্ষায় আপোষহীন হতে হবে। দুনিয়াবী চাওয়া-পাওয়ার চেয়ে আখেরাতের সফলতাকে অগ্রাধিকার দিতে হবে। সম্ভাবনাময়ী বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। ইসলাম, ইসলামী শিক্ষা-সংস্কৃতি ও চেতনা বিধ্বংসী কর্মকান্ডের বিরুদ্ধে জনমত গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।”

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর প্রমূখ।