৪ মার্চ ২০২৪, সোমবার, ১০:৫৮

লক্ষ্মীপুরের রামগঞ্জে আল্লামা লুৎফুর রহমান (রাহি.)-এর দ্বিতীয় নামাজে জানাযায় জনতার ঢল

আমাদেরকে আল্লাহ তায়া’লার ফায়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে

- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা লুৎফুর রহমান (রাহি.)-এর ২য় নামাজে জানাযা ৪ মার্চ সোমবার সকাল ৮:০০ টায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের গাজীপুর হাই'স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আল্লামা লুৎফুর রহমান (রাহি.) ছিলেন একজন ব্যতিক্রমধর্মী আলেমে দ্বীন, সমাজ সেবক, পরোপকারী এবং সুবক্তা। যার আলোচনা শুনে লক্ষ লক্ষ মানুষ দ্বীনের পথে এসেছেন। বৃদ্ধ বয়সেও তাঁর তারুণ্যদৃপ্ত বলিষ্ঠ কন্ঠস্বর সকলের অনুপ্রেরণা হয়ে থাকবে। যখন আল্লাহ তায়া’লার ফায়সালা এসে গেছে, তিনি তাঁকে তাঁর কাছে নিয়ে গেছেন। আমাদেরকে আল্লাহ তায়া’লার ফায়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে।” তিনি উপস্থিত জনতাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান-এর পক্ষ থেকে সালাম পৌছিয়ে দেন।

মাওলানা এটিএম মা’ছুম বলেন, “আল্লামা লুৎফুর রহমান (রাহি.) তাঁর সারা জীবন কোরআনের খেদমতে, কোরআন প্রতিষ্ঠার কাজে অতিবাহিত করেছেন। আমাদেরকেও সে পথে থেকে তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা আজ এই প্রতিশ্রুতিতে আবদ্ধ হতে চাই, আমরা এই জমিনে কুরআনের সমাজ কায়েম করবো, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করবো। এর মধ্য দিয়ে ক্ষুধা দারিদ্রকে দূর করবো। অন্যায়, অবিচার, জুলুম দূর করবো। তাহলেই আল্লাহ তায়া’লার অবিরত রহমত আমাদের উপর বর্ষিত হবে।”

জানাযা নামাজের ইমামতি করেন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী হাফিজাহুল্লাহ। জানাযায় আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা আমির জনাব রুহুল আমিন ভূঁইয়া, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমদ ও জনাব এ আর হাফিজ উল্যাহ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলামসহ দেশ বরেণ্য আলেম-উলামা এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। লক্ষাধিক মানুষ আল্লামা লুৎফুর রহমান (রাহি.)-এর জানাযায় অংশ নিয়ে তাঁকে শেষ বিদায় জানান।