২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ১২:২৮

ঢাকা দক্ষিণ অঞ্চলের উপজেলা/থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

অবৈধ সরকারের ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধের জন্য দায়িত্বশীলদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "অবৈধ সরকার দেশের মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিচার বিভাগকে কুক্ষিগত করে মৌলিক অধিকার হরণ করে সুখ কেড়ে নিয়েছে। অধিকার হারা মানুষ দুঃখের মাঝে জীবন যাপন করছে।"

তিনি ২৪ ফেব্রুয়ারি শনিবার ঢাকা দক্ষিণ অঞ্চলের উদ্যোগে উপজেলা/থানা দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক জনাব সাইফুল আলম খান মিলন এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি, হামলার মাধ্যমে জনগণের সামাজিক অধিকার হরন করে, জুলুম নিপীড়ন করে, নির্বাচনী কাঠামো ধ্বংস করে মানুষের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। বিচার বিভাগ দলীয়করণ করে মানুষের শেষ আশ্রয়স্থল কেড়ে দুঃখের নদীতে নিক্ষেপ করেছে। তাই অবৈধ সরকারের ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধের জন্য দায়িত্বশীলদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।"

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "থানা আমীর ও সেক্রেটারি হচ্ছে জনশক্তি এবং সংগঠনের মধ্যে সমন্বয়কারী। তাদের কাঙ্ক্ষিত ভূমিকার উপর সংগঠনের মজবুতি, সম্প্রসারণ এবং জনশক্তির মান উন্নয়ন ও মান সংরক্ষণ নির্ভর করে। সর্বস্তরের জনগণের সাথে সামাজিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে যথার্থ মানে নিয়ে যেতে হবে।"

মুহাম্মদ আবদুল জব্বার বলেন, "সকল কাজের হিসাব-নিকাশ পরিকল্পনা বাস্তবায়নের জন্য রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের ব্যক্তিগত ও সাংগঠনিক সর্বস্তরের সত্যনিষ্ঠ তথ্যসহ যথার্থ রিপোর্ট তৈরি ও সংরক্ষণের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।"

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউর আলম, ঢাকা জেলা দক্ষিণের আমীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ জেলা আমীর মুমিনুল হক সরকার, নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহ উদ্দিন ও মুন্সিগঞ্জ জেলা আমীর আ হ ম রুহুল কুদ্দুস প্রমূখ।