২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ১২:২৩

লক্ষ্মীপুর জেলা জামায়াতের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

বিতর্কিত নির্বাচনের ফলাফল বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে

-মাওলানা এটিএম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম বলেন, "এ বছরটি শুরু হয়েছে একটি ফ্যাসিবাদী, এক দলীয়, ভোটার অংশগ্রহণ শূন্য, আইন ও মানবতা বিবর্জিত একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে। অবিলম্বে এই বিতর্কিত নির্বাচনের ফলাফল প্রত্যাহার করে কেয়ারটেকার সরকারের অধীনে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা দরকার।"

২৪ ফেব্রুয়ারি শনিবার লক্ষ্মীপুর জেলা জামায়াতের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমীর জনাব এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি জনাব মু. ফারুক হোসাইন নুরনবীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কুমিল্লা মহানগরীর আমির জনাব কাজী দ্বীন মোহাম্মদ।আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজির আহমদ ও জনাব এ আর হাফিজ উল্লাহ।

সম্মেলনে মহাগ্রন্থ আল কুরআন থেকে ধারস পেশ করেন ফেনী জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

প্রধান অতিথি মাওলানা এটিএম মাছু'ম বলেন,"আজকে দ্রব্যমূল্য নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এর ভিতর সরকার বিদ্যুৎ, গ্যাস, কর এবং ভ্যাট ট্যাক্স এর গতি বাড়িয়ে চলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।"

তিনি আরো বলেন, "মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করার জন্য জামায়াতের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে। একটি শোষণমুক্ত, মত প্রকাশের অবাধ অধিকার সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ, ভেদাভেদ ও হানাহানি মুক্ত সমৃদ্ধ সমাজ গড়তে প্রয়োজন, একটি সঙ্ঘবদ্ধ আদর্শবাদী মানুষের। যে মানুষ তৈরি করার জন্য দীর্ঘ সময় থেকে এ ময়দানে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইসলামের সেই ছায়াতলে ঐক্যবদ্ধ হই। ফিরিয়ে আনি মানবতার মুক্তির দূত রাসূল (সাঃ) এর মদীনার সেই খেলাফত রাষ্ট্র।"