২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ১২:১৬

পঞ্চগড় জেলা জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত

মহান আল্লাহর ক্ষমা ও ভালবাসার পথ খুঁজে পেয়েছি জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার মাধ্যমে

-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “মহান আল্লাহর ক্ষমা ও ভালবাসার পথ খুঁজে পেয়েছি জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার মাধ্যমে। আমাদের প্রতি আল্লাহ তায়ালার এটি একটি বিরাট নিয়ামত যে, তিনি ইসলাম প্রতিষ্ঠার প্রত্যয়ে পরিচালিত এ সংগঠনের সাথে আমাদেরকে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। এ সংগঠনে যোগদান করার কারণেই আমরা বুঝেছি পৃথিবীতে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য। কুরআনের পাতায় পাতায় আল্লাহ তায়ালা ইকামাতে দ্বীনের ফারজিয়াতের কথা বলেছেন। আর সে ফরজ পালনের অন্যতম একটি প্লাটফর্ম বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সংগঠনের একজন সদস্য হিসাবে ঈমান, ইলম এবং আমলের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে যে, প্রকৃত অর্থেই আমরা আল্লাহর গোলাম। আর গোলাম হিসাবে তাঁরই নির্দেশিত দ্বীন কায়েমের প্রচেষ্টাকে আরো শাণিত করে আল্লাহর মাগফিরাত এবং সন্তুষ্টি অর্জন করতে হবে।”

২৫ ফেব্রুয়ারি, রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত বার্ষিক সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় বার্ষিক সদস্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন।

মাওলানা আবদুল হালিম বলেন, “শত জুলুম-অত্যাচারের পরও জামায়াতে ইসলামীকে আন্দোলন-সংগ্রাম থেকে দূরে সরাতে পারেনি। শীর্ষ নেতৃবৃন্দসহ নেতাকর্মীদের শাহাদাত, দীর্ঘ দিনের কারাবরণ ও অবর্ণনীয় দুঃখ-কষ্ট সংগঠনকে করেছে বেগবান। আখিরাতে সফলতার জন্য আমৃত্যু দ্বীনের পথে দৃঢ় থাকার অঙ্গীকার নিয়ে রুকনদেরকে পথ চলার আহবান জানান তিনি।”