২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ১১:৫৫

আইনজীবীদের নিয়ে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত

গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে

-মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আইনজীবীদের নিয়ে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সদ্য কারামুক্ত মাওলানা রফিকুল ইসলাম খান। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় ওয়ার্কশপে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জসীম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি এডভোকেট এস এম কামাল উদ্দিন। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইফুর রহমান, এড. গিয়াস উদ্দিন মিঠু, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট আবু বাক্কার সিদ্দিক, অ্যাডভোকেট আজমত হোসাইন, অ্যাডভোকেট শরীফ উদ্দিন খন্দকার, অ্যাডভোকেট রেজাউল হক রিয়াজ সহ বিজ্ঞ আইনজীবী নেতৃবৃন্দ। 

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিচারহীনতার সংস্কৃতিতে দেশ এক চরম সংকটকাল অতিক্রম করছে। আইনের শাসনের পরিবর্তে ক্ষমতার অপব্যবহারে সবখানেই জুলুমতন্ত্র চলছে। মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। এমতাবস্থায় দেশ ও জাতির স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করে এই ফ্যাসিস্ট সরকারের কবল হতে জনগণকে মুক্ত করতে হবে। এই সরকার গত ৭ই জানুয়ারি আবারও যেনতেনভাবে প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশের রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করেছে। তারা জনমতকে পদদলিত করে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, রাষ্ট্রের পুনর্গঠন ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের বিজ্ঞ আইনজীবীগণকে সোচ্চার হতে হবে। বিচারাঙ্গনের উন্নয়ন ও আইনজীবীদের পেশাগত মান উন্নয়নের জন্য দক্ষতা বৃদ্ধি করতে হবে। এশিয়ার সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতিকে একটি আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা সম্বলিত আইনজীবী সমিতি হিসেবে গড়ে তোলার জন্য আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদে বিশ্বাসী প্যানেলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশে আজ আইনের শাসন বলতে কিছু নেই। দেশের বিচারব্যবস্থার সার্বিক উন্নয়নে আইনজীবীগণকে তাদের নিজ নিজ ক্ষেত্রে আরো দক্ষতা প্রদর্শন করতে হবে। বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে অবদান রাখতে হবে। বর্তমান এই ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকারের হাত থেকে দেশের আইনাঙ্গনকে রক্ষার জন্য এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত ও আইনের শাসন কায়েমের লক্ষ্যে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেল মনোনীত প্রার্থীদের নিরঙ্কুশভাবে বিজয়ী করার জন্য তিনি আইনজীবীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এডভোকেট জসীম উদ্দিন সরকার বলেন, আইনজীবীগণ স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচার বিরোধী সংগ্রাম সহ জাতীয় সকল সংকটে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। ন্যায়বিচার নিশ্চিত করে বিচারপ্রার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আইনাঙ্গনে গতিশীলতা এবং আইনজীবীদের অধিকার সমুন্নত রাখতে তিনি নীল প্যানেলের প্রার্থীদেরকে ভোট দিয়ে পূর্ণ প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানান।

উল্লেখ্য যে, আসন্ন ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৪-২৫ইং এ বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী হিসেবে নীল প্যানেল থেকে সিনিয়র সহ- সভাপতি প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ব্যালট নং ২, সদস্য প্রার্থী হিসেবে রেজাউল হক রিয়াজ ব্যালট নং ১৮ ও মো. আরিফ ব্যালট নং ৯ প্রতিদ্বন্দ্বিতা করছেন।