২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ১১:৫১

গাজীপুর মহানগরী জামায়াতের থানা আমীর ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

সত্য ও ন্যায়ের পক্ষে সাহসিকতার সাথে দাঁড়াতে হবে

-মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, "বর্তমান সরকারের সকল ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর তৃণমূল নেতৃবৃন্দের সজাগ থাকতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে সাহসিকতার সাথে দাঁড়াতে হবে। অসত্য ও অপসংস্কৃতির মোকাবেলায় ব্যাপক দাওয়াত সম্প্রসারিত করে নিজেকে সমাজের সামনে পরিশুদ্ধ ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরতে হবে।"

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী আয়োজিত থানা আমীর ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরীর আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জনাব খায়রুল হাসান এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল উত্তর পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

মাওলানা আবদুল হালিম বলেন, "মানুষ তাঁর নিজেকে তখনই খাঁটি মানুষে পরিনত করতে পারে যখন সে অন্তর থেকে পরিশুদ্ধ করে ও কলুষতা মুক্ত থাকতে পারে। যিনি নিজের ক্বলব পাপ পঙ্কিলতা মুক্ত রাখতে পারে তিনিই সফল। দুনিয়ার তাগিদে মানুষ পৃথিবীর ঝঞ্ঝাবিক্ষুব্ধ পথ পাড়ি দিতে পারে কিন্তু নিজেকে জয় করতে পারেনা। এজন্যই রাসূল (সা) বলেছেন - 'নিজের মনের বিরুদ্ধে জিহাদ করতে পারাটাই সর্বোত্তম জিহাদ।'
মনকে নিয়ন্ত্রণ করে তাকওয়ার পথে পরিচালিত করতে হবে। পাপের পথ থেকে নিজেকে মুক্ত রাখতে অন্তরের গভীরে মহান আল্লাহর ভয় ধারণ করতে হবে।"

তিনি বর্তমান বিশ্বের বাস্তবতা তুলে ধরে বলেন, "বর্তমান শিক্ষা ব্যবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের মনোজগতে নৈতিকতা বিবর্জিত অশালীন বিষয় বদ্ধমূল করে দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে মুসলিম উম্মাহ দীর্ঘদিন লালিত সংস্কৃতিকে চ্যালেঞ্জ করার হীন উদ্দেশ্যে শিক্ষা কারিকুলামকে প্রশ্নবিদ্ধভাবে সাজানো হয়েছে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব হোসেন আলী, আফজাল হোসেন , আ স ম ফারুক, কর্মপরিষদ সদস্যবৃন্দ ও থানা আমীর-সেক্রেটারীগণ।