২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১১:২৫

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

মানুষের ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব দূর করতে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হবে

-এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেন, “আমাদেরকে ব্যাপক হারে দাওয়াতী কাজ করতে হবে। দাওয়াতী কাজের মাধ্যমে ইসলামের পক্ষে জনমত তৈরি হবে। আর জনমত তৈরি হলেই ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে নামজ কায়েম হবে। অন্যায় দূর হবে। ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে যাকাত ব্যবস্থা চালু হবে। মানুষের ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব দূর হবে। ভালো কাজ চালু হয়ে সমাজের মানুষ আরামে থাকতে পারবে। খারাপ কাজ, অন্যায় কাজ দূর হয়ে মানুষ শান্তিতে থাকবে। তাই আসুন আমরা একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে এগিয়ে যাই।”

২৪ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে ইউনিয়ন/ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জনাব আলাউদ্দীন সিকদারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক জনাব আব্দুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভূইঁয়া, জেলা জামাতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আযাদ বলেন, "তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে ওয়ার্ড সভাপতি সেক্রেটারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেজন্য সর্বোচ্চ আন্তরিকতা এবং আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সকল কাজের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন ও বার্ষিক ও মাসিক পরিকল্পনা তৈরি করে সংগঠনকে আরও তৃণমূলে পৌঁছে দিতে হবে।"