১১ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৬:২৩

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

দ্বীন প্রতিষ্ঠার কাজে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “দেশের সার্বিক শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার কাজে সহযোগী সদস্যদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

১০ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত কর্তৃক আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমদ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “দেশের সার্বিক শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। সত্যিকার মুসলমান হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য সংঘবদ্ধ ভাবে কাজ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মূলতঃ আল্লাহদ্রোহী সকল ভ্রান্ত ধারণা মোকাবেলা করে আল্লাহর জমিনে ন্যায়ভিত্তিক কল্যাণ প্রতিষ্ঠা করতে চায়। আসুন আমরা এই আন্দোলনে নিজেদের যথাযথভাবে শরীক করে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করার চেষ্টা করি। পরস্পর পরস্পরের সহযোগী হই।”

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবদুল জব্বার বলেন, “আজকের সম্মেলনে যারা যোগ দিয়েছেন তারা এই জনপদে মানুষকে দ্বীনের পথে সংঘঠিত করে দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করবেন, ইনশাআল্লাহ।”

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমির মাওলানা আবু নাকিব, নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ সদস্য মোঃ জামাল হোসাইন, আবু তালহা, হাফেজ আবু নাফিস, হাফেজ আবদুল মোমিন প্রমূখ।