৯ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ১১:০৪

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আমরা আন্দোলনের পথে আছি, জীবন দিয়ে হলেও আন্দোলনকে সফল করব ইনশাআল্লাহ

-ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেন,“ইসলামী আন্দোলনের কর্মীরা নৈতিকতার ব্যাপারে আপোষহীন হবে। আমরা আন্দোলনের পথে আছি। জীবন দিয়ে হলেও আন্দোলনকে সফল করব ইনশাআল্লাহ।”

৯ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর ও কুমিল্লা জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মু. বেলাল হোসাইন এর সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিনের আমীর মুহাম্মদ শাহজাহান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম প্রমূখ।

ডা.সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেন, “জামায়াত কর্মী মানে সমাজ কর্মী। সমাজে সকল স্তরের মানুষের সুখে দুঃখে সবার আগে জামায়াতের দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে।”

তিনি বলেন, “পবিত্র মাহে রমজানে প্রতিটি এলাকায় কুরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। চৌদ্দগ্রামের প্রতিটি পাড়ায় মহল্লায় যে সকল মুসলমান কুরআন পড়তে জানে না তাদেরকে সহীহ কুরআন শিক্ষার ব্যবস্থা করবেন। রমযান মাসে কোরআন নাযিল করা হয়েছে মানুষের হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদের্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। হিদায়াতের এই কিতাব আল-কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করা হয়েছে।

কুরআন না পড়লে এবং পুরোপুরি না মানলে দুনিয়া ও আখেরাত উভয় জগৎ ধ্বংস হবে। কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। নৈতিকতার ব্যাপারে আপোষীন হতে হবে। পবিত্র মাহে রমজানে চৌদ্দগ্রামের ময়দানকে কুরআনের ময়দান হিসাবে গড়ে তুলতে হবে “