১ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৮:২৭

বরিশাল মহানগরী জামায়াতের বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

দেশ একটি চরম অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “বর্তমান সরকার জনগণের টাকা লুট করেছে। ব্যাংক থেকে টাকা তোলা যাচ্ছে না। দেশ একটি চরম অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। ৭ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। এটি একটি ডামি নির্বাচন ছিলো। ডামি জনপ্রতিনিধি, ডামি সংসদ এবং ডামি সরকারকে গণআন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে।

“৩১জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী কর্তৃক আয়োজিত বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহা. বাবর-এর সভাপতিত্বে এবং মহানগরীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “শাহাদাতের তামান্না নিয়ে আমাদের আন্দোলনে ভূমিকা পালন করতে হবে। মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নেয়ার জন্য পেরেশানি থাকা দরকার। আমাদের নিকটাত্মীয় জাহান্নামের সীমাহীন কষ্টকর আজাবে নিপাতিত হবে সেটা আমি কিভাবে সহ্য করব? মানুষকে দাওয়াত দিতে হবে কুরআন থেকে এবং কুরআনের ভিত্তিতে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। জীবনকে ভারসাম্যপূর্ণ করে গঠন না করলে কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরা যাবে না। দুনিয়ায় যাদেরকে আমরা মহব্বত করি তাদেরকে ইসলামী আন্দোলনের পথে নিয়ে আসতে হবে। প্রত্যেককে নামাজী বানাতে হবে। কুরআন না পড়লে এবং পুরোপুরি না মানলে দুনিয়া ও আখেরাত উভয় জগৎ ধ্বংস হবে। কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। নৈতিকতার ব্যাপারে আপোষীন হতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীরা নৈতিকতার ব্যাপারে আপোষহীন হবে বিশেষ করে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন হবে। আমরা আন্দোলনের পথে আছি। জীবন দিয়ে হলেও আন্দোলনকে সফল করব ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “আমাদের দাওয়াতি কাজের পরিমাণ আরও বাড়াতে হবে। নিজ পরিবারে ও আত্মীয় স্বজনের মধ্যে ইসলামের দাওয়াত ব্যাপকভাবে বৃদ্ধি করা দরকার।

অনুষ্ঠানে মহাগ্রন্থ আলকুরআন থেকে দারস পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জহির উদ্দিন মুহা. বাবর রুকনদের বার্ষিক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি কেন্দ্র ঘোষিত সকল রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে মহানগরী সংগঠনের সর্বোচ্চ উপস্থিতি নিয়ে রুকনদের সহযোগিতা কামনা করেন।