২৫ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১০:১১

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শীতার্তদের মাঝে জামায়াতের শীতবস্ত্র উপহার

বিত্তবানদের উচিত দরিদ্র মানুষের সেবায় কাজ করা

-মাওলানা আবদুল হালিম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “গণতন্ত্র হরণকারী সরকার এক অদ্ভূত কায়দায় তামাশার ডামি নির্বাচন করে আবারো ক্ষমতা কুক্ষিগত করেছে। ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনে সারাদেশের ভোটারদের ন্যায় দিনাজপুরের ভোটারগণও ভোট দেয়নি। সরকারের ডামি নির্বাচন প্রত্যাখ্যান করায় আমি দিনাজপুরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান একদলীয় বাকশালি সরকার ও সংসদ অবৈধ। দেশবাসী কেয়ারটেকার সরকারের অধীনে অবাধে ভোট দিয়ে নিজেদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চায়। এ দাবিতে দেশবাসী ঐক্যবদ্ধ।

২৫ জানুয়ারি বৃহস্পতিবার দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলার উদ্যোগে চিরিরবন্দর উপজেলা নায়েবে আমীর জনাব ওয়ালি উদ্দিন-এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি জনাব আবদুল মমিন-এর সঞ্চালনায় চিরিরবন্দর উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারমন্যান জনাব আফতান উদ্দিন মোল্লা ও দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান প্রমুখ।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামী রাজনৈতিক দল। সাংবিধানিক নিয়ম-নীতি মেনে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক কর্মসূচিসহ সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এতদসত্ত্বেও ফ্যাসিস্ট সরকার জামায়াতে ইসলামীকে মিটিং-মিছিল করতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করে মিথ্যা সাজানো মামলা দিয়ে বন্দি করে রেখেছে। শত শত নেতাকর্মীকে গুম, খুন ও পঙ্গু করা হয়েছে। সরকারের সকল জুলুম-নির্যাতন উপেক্ষা করে দেশে ইসালমী আন্দোলনের কাজ এগিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট সরকারের নানা প্রতিবন্ধকতার কারণে শীতবস্ত্র প্রদানের মতো মানবিক কাজও অবাধে করা সম্ভব হচ্ছে না। ফ্যাসিস্ট সরকারের সীমাহীন জুলুম-নিপীড়ন উপেক্ষা করে জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ধর্ম-বর্ণ-দল নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। জামায়াত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চায়। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, আশা করি আপনারা জামায়াতে ইসলামীর জনকল্যাণমূলক কাজ ও ইসলামী সমাজ বিনির্মাণে সার্বিক সহযোগিতা করবেন।

তিনি বলেন, বেশ কিছু দিন যাবত উত্তরাঞ্চলসহ সারাদেশে তীব্র শীত জেঁকে বসেছে। খেটে-খাওয়া দিনমজুর মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কৃষক-শ্রমিক ও দিনমজুর নিম্ন আয়ের মানুষজন মানবেতর জীবন-যাপন করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ চুম্বী। যারা দুবেলা দুমুঠো খাবার জোগাতে পারে না, তাদের পক্ষে শীতবস্ত্র ক্রয় কীভাবে সম্ভব? এমতাবস্থায় একটি দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। আশা করি দুর্গত মানুষরা এতে কিছুটা হলেও উপকৃত হবেন। গণমানুষের জন্য জামায়াতের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ। তিনি বিত্তবানদেকে দরিদ্র মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন।”