২২ জানুয়ারি ২০২৪, সোমবার, ১০:৪৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত

ফিলিস্তিনি মুসলমানদের উপর অব্যাহতভাবে অবৈধ দখলদার ইসরাইলি বাহিনীর নির্মম হামলা এবং গণহত্যাযজ্ঞে গভীর উদ্বেগ প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক বৈঠক সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ফিলিস্তিনি মুসলমানদের উপর অব্যাহতভাবে অবৈধ দখলদার ইসরাইলি বাহিনীর নির্মম হামলা এবং গণহত্যাযজ্ঞে গভীর উদ্বেগ প্রকাশ করে নিম্নোক্ত প্রস্তাব গৃহীত হয়েছে।

“বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা ফিলিস্তিনি মুসলমানদের উপর গত প্রায় ৩ মাস যাবত অবৈধ দখলদার ইসরাইলি বাহিনীর নির্মম হামলা ও গণহত্যাযজ্ঞের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় গাজার হাসপাতালগুলো ফিলিস্তিনিদের লাশে ভরে গিয়েছে। বর্বর ইসরাইলি বাহিনী যুদ্ধের কোনো নিয়ম-নীতিই মানছে না। গত তিন মাসে অবৈধ দখলদার ইসরাইলি বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে ২৫ হাজারের অধিক ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করেছে, যার সিংহ ভাগ শিশু ও নারী এবং প্রায় ৬২ হাজারের অধিক লোককে মারাত্মকভাবে আহত করেছে। হাজার হাজার বাস্তুহারা ফিলিস্তিনি বিভিন্ন আশ্রয় কেন্দ্র, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও গির্জায় আশ্রয় নিয়েছে। বর্বর ইসরাইলি বাহিনী এসব আশ্রয় কেন্দ্রেও নির্বিচারে বোমা মেরে ফিলিস্তিনিদের পৈশাচিকভাবে হত্যা করছে। বোমা ফেলে ও বুলডোজার দিয়ে হাজার হাজার বসতভিটা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। গাজায় প্রয়োজনীয় চিকিৎসা-সামগ্রী, ঔষধ, খাবার, বিশুদ্ধ পানি কিছুই ঢুকতে দিচ্ছে না। ফিলিস্তিনবাসী অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। বিনা চিকিৎসায় গাজার হাজার হাজার মানুষ ধুঁকে ধুঁকে মরছে। ইসরাইলি বর্বর দস্যুদের এসব গণহত্যার নিন্দা জানানোর কোনো ভাষা নেই।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, অবৈধ দখলদার ইসরাইলি বাহিনী বিশ্বজনমত এমনকি জাতিসঙ্ঘের কথাও মানছে না। যুদ্ধ বন্ধের জাতিসঙ্ঘের আহ্বান উপেক্ষা করে তারা অব্যাহতভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ফিলিস্তিনি মুসলমানদের সমূলে ধ্বংস করছে। গণতন্ত্র ও মানবাধিকারের দাবিদার আন্তর্জাতিক সম্প্রদায় দস্যু ইসরাইলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপই গ্রহণ করছে না। এটা মানবজাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।

কেন্দ্রীয় মজলিসে শূরা আরও লক্ষ্য করছে যে, যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করে দখলদার বাহিনী জাতিসঙ্ঘসহ সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেই যাচ্ছে। বর্বর ইসরাইলিদের একগুঁয়েমির কারণে গোটা আরব বিশ্বে এক সর্বগ্রাসী যুদ্ধ ছড়িয়ে পড়ছে। জাতিসঙ্ঘসহ বিভিন্ন মহল যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চালালেও দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিছুতেই যুদ্ধ বন্ধ করতে রাজি হচ্ছে না। বর্বর ইসরাইলিরা গাজাকে কার্যত ধ্বংস স্তুপে পরিণত করেছে। তারপরেও তাদের যুদ্ধের উন্মাদনা কমছে না।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা অবিলম্বে স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধ, ফিলিস্তিনি সমস্যার স্থায়ী সমাধান এবং আক্রান্ত ফিলিস্তিনি জনগণকে দ্রুত খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য জাতিসঙ্ঘ, ওআইসি, আন্তর্জাতিক বিশ্ব ও বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে। সেই সাথে মজলুম ফিলিস্তিন ও গাজাবাসীদের পাশে সারা দুনিয়ার মানবতাবাদী সকল সংগঠন ও রাষ্ট্রসমূহকে সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে।

ফিলিস্তিনের মহান স্বাধীনতা আন্দোলনে যারা অকাতরে জীবন দিচ্ছেন, কেন্দ্রীয় মজলিসে শূরা মহান আল্লাহ তাআলার কাছে তাদের শাহাদাতের কবুলিয়াত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে। সেই সাথে আহতদের এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।”