৬ নভেম্বর ২০২৩, সোমবার, ৮:৩৬

৬ নভেম্বর দেশব্যাপী জামায়াতের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালিত

জালিম সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির মহাসমাবেশে সরকার দলীয় সন্ত্রাসী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত নেতাকর্মী ও আলেম-ওলামার মুক্তি এবং জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে আজ ৬ নভেম্বর দেশব্যাপী জামায়াতের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

অবরোধ কর্মসূচি উপলক্ষে আয়োজিত বিভিন্ন বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে নেতৃবৃন্দ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। এখনো দেশে কোনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। দেশবাসী গভীর উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। সর্বত্রই অস্থিরতা বিরাজ করছে। কিন্তু সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপই করছে না। সরকার তার স্বৈরতান্ত্রিক আচরণ অব্যাহত রেখেছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই সরকার যদি আবারো ২০১৪ বা ২০১৮ সালের মত ষড়যন্ত্রমূলক নির্বাচন করতে চায় তাহলে দেশ এক ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাবে, আর এজন্য বর্তমান ক্ষমতাসীন সরকারই দায়ী থকবে। সকল জুলুম-নির্যাতন বন্ধ করে অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকারের দাবি মেনে নেয়ার জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।

*৬ নভেম্বর নিম্নোক্ত শাখাসমূহে অবরোধ কর্মসূচি উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালিত হয় 

ঢাকা মহানগরী উত্তর, ঢাকা মহানগরী দক্ষিণ, চট্টগ্রাম মহানগরী, ময়মনসিংহ মহানগর, গাজীপুর মহানগর, রাজশাহী মহানগরী, নারায়ণগঞ্জ মহানগর, সিলেট মহানগর, নারায়ণগঞ্জ জেলা, গাইবান্ধা, পাবনা, মেহেরপুর, জামালপুর, রংপুর, ময়মনসিংহ জেলা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলা উত্তর, চাঁদপুর, কুমিল্লা জেলা দক্ষিণ, রাজশাহী পূর্ব, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া পশ্চিম, বগুড়া শহর, ভোলা, লক্ষ্মীপুর, বরিশাল জেলা, নওগাঁ, পটুয়াখালী, নীলফামারী ও রাজশাহী পূর্বসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবরোধের কর্মসূচি পালিত হয়েছে।