৫ নভেম্বর ২০২৩, রবিবার, ১০:৪০

দেশব্যাপী জামায়াতের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালিত

সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত নেতাকর্মী ও আলেম-ওলামার মুক্তি এবং জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে আজ ৫ নভেম্বর দেশব্যাপী জামায়াতের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সরকার আবারো একটি একদলীয় ভোটারবিহীন নীলনকশার নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র করছে। দেশের মানুষ তাদের সে ষড়যন্ত্র কখনো সফল হতে দেবে না। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে অবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবি মেনে নেয়ার জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।

৫ নভেম্বর রবিবার জামায়াতে ইসলামীর নিম্নোক্ত শাখা সংগঠনসমূহে অবরোধ কর্মসূচি উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলাসমূহে, গাজীপুর মহানগরী ও জেলাসমূহে, চট্টগ্রাম মহানগরী ও জেলাসমূহে, রাজশাহী মহানগরী ও জেলাসমূহে, নারায়ণগঞ্জ মহানগরী ও জেলাসমূহে, বরিশাল মহানগরী ও জেলাসমূহে, রংপুর মহানগরী ও জেলাসমূহে, কুমিল্লা মহানগরী ও জেলাসমূহে, ময়মনসিংহ মহানগরী ও জেলাসমূহে, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, মেহেরপুর, নরসিংদী, রংপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, নেত্রকোনা, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, পাবনা, দিনাজপুর দক্ষিণ, লালমনিরহাট, নীলফামারীসহ সারাদেশে জামায়াতের বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে পালিত হয়েছে।