২০ অক্টোবর ২০২৩, শুক্রবার, ৯:১৫

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

মানবতার মুক্তির জন্য সক্রিয় ভূমিকা পালন করতে হবে

-এড. এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সারা বিশ্বময় ইসলামের গণজোয়ার শুরু হয়েছে, এতে বাতিল ইসলামী বিরোধীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়া মহাদেশসহ সব জায়গায় এখন মানুষ মুক্তির জন্য পাগলপারা হয়ে ইসলামে দীক্ষিত হচ্ছেন।

২০ সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের ভার্চুয়ালি আয়োজিত এক সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মোঃ আবদুল জব্বারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মহানগরী সেক্রেটারি মাওলানা আব্দুল কাইয়ুমের পরিচালনায় উক্ত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোঃ দেলাওয়ার হোসেন।

দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে এড. জুবায়ের বলেন, বর্বর ইসরাইলি রাষ্ট্র নিরপরাধ, নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর নির্মম অত্যাচার, অসহায় শিশু আবাল বৃদ্ধ বনিতাদেরকে অকাতরে শহীদ করে দিচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানবতার পক্ষে কাজ করে যাচ্ছে, ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।

তিনি সংগঠনের সদস্য ভাইদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে খোলাফায়ে রাশিদিন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবীদের মত জীবনকে উৎসর্গ করে মানবতার পক্ষে দাঁড়াতে হবে। নিজেদের মান ডেভলপ করতে হবে এবং পরিবারকে ইসলামের আলোকে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব দেলাওয়ার হোসেন বলেন, মহান আল্লাহ নির্দেশিত কাজে নেতৃত্বের আনুগত্য করা ও পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সংগঠন পরিচালনা করতে হবে।

ঢাকা জেলা দক্ষিণের আমীর মোঃ দেলোয়ার হোসেন বলেন, ত্যাগ কোরবানি ছাড়া ইসলামের বিজয় কখনো আসেনি, ইসলামের বিজয় আনতে হলে ত্যাগ কোরবানির কোন বিকল্প নেই।
মহানগরী আমীর তাঁর বক্তব্যে বলেন, আগামী দিনে স্বৈরাচারী সরকারের পতন আন্দোলনে সবাইকে নিয়ে রাজপথে শক্ত ভূমিকা পালন করতে হবে। মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।