২০ অক্টোবর ২০২৩, শুক্রবার, ১১:১১

যশোর পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

জনগণের অধিকার আদায়ের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে হবে

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ইসলামী আন্দোলনের সহযোগী সদস্য ও কর্মীদেরকে জনগণের অধিকার আদায়ের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস। স্বল্প আয়ের নাগরিকরা সংসার চালাতে হিমসিম খাচ্ছে। দুর্নীতি-দুঃশাসনে গোটা দেশ ছেয়ে গেছে। কিন্তু সেদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। বিনা ভোটে নির্বাচিত হওয়ায় জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা আছে বলে মনে হয় না। নিপীড়ক সরকারের সীমাহীন নিষ্পেষন থেকে জনতা হাপ ছেড়ে বাঁচতে চায়। দেশের মানুষ আজ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। যেকোনো সময় জালিম সরকারের পতন ঘটবে, ইনশাআল্লাহ।

২০ সেপ্টেম্বর শুক্রবার যশোর পূর্ব সাংগঠনিক জেলা কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাষ্টার মোঃ নূরুন্নবীর সভাপতিত্বে সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি সহযোগী সদস্যদের উদ্দেশে বলেন, আমরা আল্লাহর সন্তুষ্ঠি অর্জনের মাধ্যমে জান্নাতে যেতে চাই। এজন্য সর্বদা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। আপনাদেরকে ২টি কর্মসূচি সর্বদা পালন করতে হবে। প্রথমতঃ কুরআন-হাদিস ও আল্লাহর রাসূল (সাঃ) এর সীরাত ও সাহাবীদের জীবনী অধ্যয়নের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করতে হবে-যাতে করে অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে কাজ করার অনুপ্রেরণা পাওয়া যায়। দ্বিতীয়তঃ উক্ত কার্যক্রম পরিচালনার জন্য আমাদেরকে যে রিজিক মহান আল্লাহ তাআলা দিয়েছেন, তার থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, যাতে করে কিয়ামতের ময়দানের মহাসাফল্য অর্জন করা যায়।

বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোঃ মোবারক হোসাইন বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, তারা জেল-জুলুম, হয়রানি ও মানুষের রক্ত চক্ষুকে ভয় পায় না। তাদেরকে ইসলামী আন্দোলন থেকে বিচ্ছিন্ন করা যাবে না। জামায়াতে ইসলামী দেশে ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চায়, যে সমাজ আল্লাহর রাসূল (সঃ) সত্য ও হকপন্থী সাহাবীদেরকে নিয়ে কায়েম করেছিলেন।

তিনি আরও বলেন, আন্দোলন ছাড়া কোনো স্বৈরশাসক ক্ষমতা ছেড়ে দিবে- এটা ভাবা নিতান্তই অমূলক। আমাদের অধিকার আমাদেরকেই আদায় করে নিতে হবে। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দুর্বার গণআন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

সহযোগী সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজীজুর রহমান, যশোর শহর সাংগঠনিক জেলার আমীর জননেতা অধ্যাপক গোলাম রছুল, যশোর জেলা পূর্বের নায়েবে আমীর সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজসহ অন্যান্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।