৮ অক্টোবর ২০২৩, রবিবার, ৮:৫২

ঢাকা জেলা দক্ষিণ জামায়াতের সিরাতুন্নবী (সা.) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের সবাইকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে

-মাওলানা এটিএম মা'ছুম

দেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম।

শনিবার (০৭ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত এক ভার্চুয়াল সিরাতুন্নবী (সাঃ) শীর্ষক আলোচনা সভার  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এ, বি, এম কামাল হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ইসলামী এডুকেশন সোসাইটি, ঢাকা - ডিরেক্টর প্রিন্সিপাল ডঃ মোহাম্মদ ইকবাল হোসাইন ভূঁইয়া।

আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির জনাব মো: শাহিনুর ইসলাম,জেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি ডা: শহিদুজ্জামান প্রমুখ । প্রোগ্রামে জেলা ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনশক্তি উপস্থিত ছিলেন ।

মাওলানা এটিএম মা'ছুম বলেন, সকল শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার মানুষকে তাদের সকল মতমতকে উপেক্ষা করে ভোটাধিকার হরণ করেছে। এই ফ্যাসীবাদী ও বাকশালী সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে হলে দলমত নির্বিশেষে সকলকে আবারো রাজপথে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সরকার পতনের লক্ষে সকলকে রাজপথে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ডঃ মোহাম্মদ ইকবাল হোসাইন ভূইয়া বলেন, হযরত মুহাম্মদ (সা:) এর৷ দেখানো পথেই পৃথিবীর মানুষের কল্যাণ নিহিত রয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিকসহ জীবনের সকল বিভাগে রাসূলের (সা:) অনুসৃত মতাদর্শই মুক্তির একমাত্র উপায়।

সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, রাসূল (সাঃ) ও সাহাবিদের মত চরিত্র গঠনের মাধ্যমে দেশ ও ইসলামের জন্য দেশ ও জাতির জন্য ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, রাজধানীর কাছের জেলা হিসেবে ঢাকা জেলা দক্ষিণের গুরুত্ব অপরিসীম। তিনি চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনকে আরও বেগবান করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।