৭ অক্টোবর ২০২৩, শনিবার, ৪:২৯

পাবনা জেলার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা জামায়াতের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

কেয়ারটেকার সরকারের দাবি আদায়ে জেল-জুলুম উপেক্ষা করে চলমান আন্দোলন জোরদার করতে হবে

-মাওলানা আবদুল হালিম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, কেয়ারটেকার সরকারের দাবি আদায়ে জেল-জুলুম উপেক্ষা করে চলমান আন্দোলন জোরদার করতে হবে। সরকার নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার গণদাবি পাশ কাটিয়ে ২০১৪ ও ২০১৮ সালের মত ভোটারবিহীন প্রহসনের নির্বাচন করার লক্ষ্যে অপকৌশলে মেতে উঠেছে। জুলুমবাজ সরকার পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে এবং গ্রেফতার ও দমন-পীড়ন অব্যাহত রেখে নানা কৌশলে আন্দোলনের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিতে চায়। দেশের জনগণ ২০১৪ সালের মত ভোটারবিহীন নির্বাচন ও ২০১৮ সালের মত নিশি রাতের নির্বাচন আর দেখতে চায় না। দেশের প্রায় সকল বিরোধী রাজনৈতিক দল ও আন্তর্জাতিক মহলের অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা অবজ্ঞা করে সরকার স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়ে যাচ্ছে। সরকারের অপশাসন, দুর্নীতি, লুটপাট ও দলীয়করণের বিরুদ্ধে জনগণ বিক্ষুব্ধ ও সোচ্চার হয়ে উঠেছে। তিনি উপস্থিত দায়িত্বশীলগণকে ক্ষমতাসীন দলের শত জুলুম-অত্যাচার ও সব বাধা-বিপত্তি ডিঙ্গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে চলমান গণআন্দোলনকে সফল করার আহ্বান জানান। তিনি মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ ও মাওলানা আবদুস সুবহান রাহিমাহুল্লাহর স্মৃতি-বিজড়িত পাবনার ইসলামী আন্দোলনের কাজকে সম্প্রসারণ ও মজবুতকরণে স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালনের ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করেন।

পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে পাবনা জেলার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা জেলা কর্মপরিষদ সদস্য গোলাম রব্বানি খান যোবায়ের, ঈশ্বরদী উপজেলা আমীর অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিক ও আটঘরিয়া উপজেলা আমীর হাফেজ মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।