৭ অক্টোবর ২০২৩, শনিবার, ১০:৪৩

কুষ্টিয়া জেলা জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করুন

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আল্লাহ আমাদের বিবেক-বুদ্ধি দিয়েছেন। ভাল কাজের আদেশ ও খারাপ কাজের নিষেধের মাধ্যমে আমরা জান্নাতে যাবার সফলতা অর্জন করতে পারি। তিনি সরকারের উদ্দেশে বলেন, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করুন। ক্ষমতার নেশা ত্যাগ করুন। কারণ ক্ষমতালোভী মানুষ কখনও জাতির কল্যাণ করতে পারে না। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে তিনি আরও বলেন, জনগণের স্বার্থে যদি আপনি কেয়ারটেকার সরকারের অধীনে ও সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনার নিজের জন্য যেমন কল্যাণকর হবে, তেমনি তা দেশ ও জাতির জন্যও কল্যাণকর হবে।

৭ অক্টোবর শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিনের জোয়ার্দার এর সঞ্চালনায় সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার গত ১৫ বছর যাবত জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতাকর্মী এবং দেশের বরেণ্য আলেমদেরকে কারাগারে আটক রেখে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য করছে। আমি জামায়াতের নেতাকর্মী, আলেম-ওলামা ও সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি করছি।

তিনি বলেন, হত্যা, জুলুম-নির্যাতন চালিয়ে জামায়াতে ইসলামীর কল্যাণমূলক কাজকে বাধাগ্রস্ত করা যাবে না। দেশে নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলন দিনে দিনে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ভোটাধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে শামিল হয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য আমি দেশবাসী সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিশেষ অতিথি জনাব মোয়ায্যম হোসাইন হেলাল বলেন, বাতিল শক্তি যতই জুলুম-নির্যাতন করুক না কেন, আল্লাহ তার নূরকে প্রজ্জ্বলিত রাখবেনই। যারা আল্লাহর তরে নিজেকে সপে দেয়, তিনি তাদেরকে হেদায়াত দান করেন। ঈমানদার ব্যক্তি জালেম সরকারের শত দমন-পীড়ন সত্ত্বেও কখনো পিছ পা হয় না।

বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেন, আল্লাহ রাব্বুল আলামীন রাসূল সা. কে পাঠিয়েছেন সকল জীবন ব্যবস্থার ওপর ইসলামী জীবন ব্যবস্থাকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। সুতরাং যারা আল্লাহর দীন প্রতিষ্ঠায় জীবনকে উৎসর্গ করে, তাদের জন্য আল্লাহর সাহায্য ও বিজয় অনস্বীকার্য।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর আবদুল গফুর ও জেলা নেতৃবৃন্দ। সমাপনি বক্তব্যে জেলা আমীর মেহমানবৃন্দসহ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।