৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৯:০৪

জলঢাকা উপজেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করতে হবে

-মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, জামায়াতের নেতাকর্মীদেরকে আগামী দিনের আন্দোলন-কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রবর্তন এবং পদত্যাগে বাধ্য করতে হবে। সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বর্তমান জালেম সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে।

৩ অক্টোবর মঙ্গলবার জামায়াতে ইসলামী নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি জনাব মোয়াম্মার আল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিকভাবে এ দেশে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আখিরাতে সফলতা অর্জন আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য। আর বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠার নিয়মতান্ত্রিক পদ্ধতি হিসেবে জামায়াত নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করে। বর্তমান সময়ে আন্দোলন ও নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য ও নীলফামারী জেলা আমীর জনাব মুহাম্মদ আব্দুর রশীদ, রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের নমিনি মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

জলঢাকা উপজেলা নায়েবে আমীর জনাব মোঃ কামারুজ্জামান, জলঢাকা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মুজাহিদ মাসুমসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।