২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:৩৫

কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জালিম সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। গণতন্ত্র হত্যাকারি এই ফ্যাসিস্ট সরকারকে জনগণ আর দেখতে চায় না। অবৈধভাবে ক্ষমতা দখলকারী এই সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। অনতিবিলম্বে দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। এমতাবস্থায় কেয়ারটেকার সরকারের মাধ্যমে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। কেয়ারটেকার সরকার ছাড়া জামায়াত কোন নির্বাচনে অংশগ্রহন করবে না।

শুক্রবার সকালে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত (কুমিল্লা-৬) নিবার্চনী আসনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কুমিল্লা-৬ সদর আসনের জামায়াত মনোনিত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড.ছামিউল হক ফারুকী, জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চলের টিম সদস্য আবদুস সাত্তার প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে যে বিবেক দিয়েছেন কোনো অবস্থাতেই আমরা তার বিরুদ্ধাচরণ করবো না। আমরা ইসলামের যেটুকু ইলম অর্জন করেছি, তা যেন যথাযথভাবে ব্যক্তি জীবনে আমল করতে পারি। কোনো অবস্থাতেই যেন আমাদের ইলম ও আমল পরস্পর বিপরীত না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি আরো বলেন, রাসূলুল্লাহ (সাঃ)-কে পূর্ণ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। সুন্দর ও সোনালী সমাজ বিনির্মাণে জামায়াতের সকল জনশক্তিকে শিরক ও বিদয়াত মুক্ত জীবন গঠন করতে হবে।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের পূণর্জাগরনের বাংলাদেশ। জামায়াতে ইসলামীর নেতৃত্ব ছাড়া বাংলাদেশে কোন আন্দোলন সংগ্রাম সফলতা লাভ করেনি। ইনশাআল্লাহ জামায়াতের আন্দোলনের মাধ্যমে জালেম সরকারের পতন করে খুব শীঘ্রই জনগনের সরকার কায়েম হবে।

তিনি সর্বস্তরের নেতা-কর্মীদের আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করার আহ্বান জানান।

কর্মী সম্মেলন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা দক্ষিণের আমীর মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা জেলা উত্তর আমীর অধ্যাপক আবদুল মতিন, কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর মো: মোছলেহ উদ্দিন, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি নোমান হোসেন নয়ন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারী কাউন্সিলর মোশারফ হোসাইন, সহকারি সেক্রেটারী নাছির আহম্মেদ মোল্লা, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আমীর হোসাইন ফরায়েজী, কাজী নজীর আহম্মেদ ও মোহাম্মদ হোসাইন প্রমুখ।