২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৯:৫২

যশোর পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

দেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠিত করতে চায়

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। জনগণের মতামতের প্রতি বর্তমান ফ্যাসিস্ট সরকারের কোনো শ্রদ্ধাবোধ নেই। সরকার জনগণের ম্যান্ডেডকে ভয় পায়। তাই বিনা ভোটের অবৈধ সরকার আবারও ২০১৪ ও ২০১৮ সালের ন্যায় প্রহসনের সাজানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা প্রশাসনকে নিজেদের অনুকূলে ঢেলে সাজাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, এবার কোনো পাতানো নির্বাচন জনগণ মেনে নিবে না। দেশের মানুষ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যাতে তারা নির্বিঘেœ ভোট দিয়ে তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠিত করতে পারে। জনগণের প্রত্যাশা পূরণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে, এর কোনো বিকল্প নেই।

২৬ সেপ্টেম্বর মঙ্গলবার যশোর পশ্চিম সাংগঠনিক জেলা আয়োজিত জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারির সঞ্চালনায় সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে একটি জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে বেশি বেশি দাওয়াহর কাজ চালিয়ে যেতে হবে। ইসলামের কল্যাণকামিতা বাস্তব প্রাক্টিসের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে। মানুষের বিপদাপদে সহযোগিতার হাত বাড়াতে হবে। কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের ভালবাসা ও আস্থা অর্জন করতে পারলেই আগামী নির্বাচনে ইসলাম বিজয়ের পথ সহজ হবে, ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেন, ভোট একটি পবিত্র আমানত। অসৎ লোকদেরকে ভোট দেয়া কারো কাম্য নয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। তাই আমাদেরকে আল্লাহভীরু, সচ্চরিত্রবান, যোগ্য ও আমানতদার লোকদেরকে ভোট দিতে হবে। জামায়াতে ইসলামী একদল আল্লাহভীরু, সচ্চরিত্রবান, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করছে। আসুন আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহভীরু, আমানতদার, সচ্চরিত্রবান, দেশপ্রেমিক লোকদের ভোট দিয়ে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করি।

আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, মাওলানা আরশাদুল আলম, উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, শার্শা উপজেলা আমীর উপাধ্যক্ষ ফারুক হাসান, ঝিকরগাছা উপজেলা আমীর অধ্যাপক হারুনুর রশিদ, বেনাপোল পোর্ট থানা আমীর জনাব রেজাউল করিম প্রমুখ।