১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:১৭

গাইবান্ধা জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

কেয়ারটেকার সরকার ছাড়া পাতানো নির্বাচনের স্বপ্ন আর পূরণ হবে না

-মাওলানা আবদুল হালিম

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার বিরোধী দল শূন্য নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে দেশব্যাপী বিরোধী নেতাকর্মীদের ওপর সরকার হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট সরকারের কোনো ষড়যন্ত্রই সফল হবেনা। অবিলম্বে আমীরে জামায়াতসহ কারান্তরীণ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল করে সরকারকে পদত্যাগ করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। দেশে আর কোনো পাতানো নির্বাচনের স্বপ্ন দেশপ্রেমিক জনতা পূরণ হতে দিবে না, ইনশাআল্লাহ।

তিনি ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার গাইবান্ধা জেলা জামায়াত আয়োজিত জেলা ও উপজেলা দায়িত্বশীলদের সমাবেশে উপরোক্ত কথা বলেন। জেলা আমীর মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক-এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, সাবেক জেলা আমীর ডাঃ আব্দুর রহিম সরকার প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমিয়ে রাখতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। দেশব্যাপী জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর গ্রেফতার নির্যাতন চালানো হচ্ছে। নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ছাড়া দেশে আর কোনো পাতানো নির্বাচনের ফ্যাসিবাদী স্বপ্ন জনগণ পূরণ হতে দিবে না। ইতিহাস স্বাক্ষী হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন, জেলা-জুলুম চালিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের দমিয়ে রাখা যাবেনা। সরকারকে অবশ্যই ফ্যাসিবাদী শাসনের পথ পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে। আমীরে জামায়াতসহ কারান্তরীণ সকল নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে এবং দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন বন্ধ করতে হবে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতার তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।