২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার, ৭:৫৭

বগুড়া অঞ্চলের ৬টি জেলার দায়িত্বশীলদের নিয়ে বিশেষ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

তৃণমূলের দায়িত্বশীলদেরকে চলমান আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে

-মাওলানা আবদুল হালিম

শত বাধা সত্ত্বেও জামায়াত জনগণকে সাথে নিয়ে আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে বর্তমান জালেম সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।

সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম ২৭ জুলাই বগুড়া অঞ্চলের ৬টি জেলা যথাক্রমে পাবনা, বগুড়া শহর, বগুড়া পূর্ব, বগুড়া পশ্চিম ও জয়পুরহাট জেলার দায়িত্বশীলদের নিয়ে বগুড়া অঞ্চলের স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ দায়িত্বশীল সভায় উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, জনাব আব্বাস আলী খান (রাহিমাহুল্লাহ), শহীদ আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা আবদুস সুবহান (রাহিমাহুল্লাহ), সাবেক এমপি মাওলানা আবদুর রহমান ফকির (রাহিমাহুল্লাহ) ও শহীদ আবদুল মালেকের স্মৃতি-বিজড়িত বগুড়া অঞ্চল ইসলামী আন্দোলনের জন্য ঊর্বর ভূমি। দায়িত্বশীলদেরকে সাহসী পদক্ষেপ ও বিচক্ষণতার মাধ্যমে তৃণমূলের দায়িত্বশীলদেরকে উজ্জীবিত করে ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে চলমান আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

মাওলানা আবদুল হালিম আন্দোলনের ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।

বিশেষ দায়িত্বশীল সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও বগুড়া অঞ্চল টীম সদস্য মাওঃ আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম, অঞ্চল টীম সদস্য ও বগুড়া পশ্চিম জেলা আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার, পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মডল, বগুড়া পূর্ব সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক নাজিমুদ্দিন, বগুড়া শহর আমীর অধ্যক্ষ মাওঃ আবিদুর রহমান সোহেল, জয়পুরহাট জেলা আমীর ডাঃ ফজলুল রহমান সাঈদ, সিরাজগঞ্জ জেলা আমীর মাওঃ শাহীনূর আলম প্রমুখ।