২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার, ৭:২০

মাগুরা জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

জামায়াত ঘোষিত আন্দোলনের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান

-মোবারক হোসাইন

নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকার, নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি রোধের দাবিতে ২৫ জুলাই মঙ্গলবার বিকালে জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখা আয়োজিত এবং মাগুরা জেলা আমীর অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে ও মাগুরা জেলা সেক্রেটারির সঞ্চালনায় জেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন। এছাড়াও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক জনাব আবদুল মতিন ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস বক্তব্য রাখেন।
 
তিনি বলেন, জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকেই শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। জামায়াত গত ১০ জুন শান্তিপূর্ণভাবে সমাবেশ পালন করে আবারো তা প্রমাণ করেছে। আমরা দেশবাসী ও প্রশাসনের উদ্দেশে বলতে চাই, আগামী ২৮ জুলাই মহানগরী ও ৩০ জুলাই জেলা সদরে মিছিল এবং ১ আগষ্ট ঢাকা মহানগরীতে সমাবেশের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, প্রশাসন সহযোগিতা করলে আমরা ঘোষিত সকল প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ। তিনি ঘোষিত প্রোগ্রাম জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য উপস্থিত দায়িত্বশীলগণের প্রতি আহ্বান জানান।
 
তিনি আরো বলেন, অতীতে আওয়ামীলীগ সরকারের অধীনে কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। ২০১৪ ও ২০১৮ সালে তারা সাজানো ও প্রহসনের নির্বাচন করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বর্তমান আওয়ামী জালেম সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। গোটা জাতি আজ কেয়ারটেকার সরকারের দাবিতে ঐক্যবদ্ধ। জামায়াতে ইসলামী কেয়ারটেকার সরকার ছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না।