২৪ জুলাই ২০২৩, সোমবার, ৬:৪০

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন আমীর/সভাপতি/সেক্রেটারিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেয়ারটেকার সরকার ব্যতীত বর্তমান সরকারের অধীনে জামায়াত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না

-মাওলানা আবদুল হালিম

হাসিনা সরকার ২০১৪ ও ২০১৮ সালের স্টাইলে আবারো একতরফা প্রহসনের নির্বাচন করার ষড়যন্ত্র করছে। দেশের জনগণ এবার আর তাদেরকে সে সুযোগ দিবে না। তাদের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই।

কেয়ারটেকার সরকার ব্যতীত বর্তমান সরকারের অধীনে জামায়াত আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না।

২৩ জুলাই, রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নায়েবে আমীর জনাব আবদুল বাতেন হারুন এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আসাদুজ্জামান শিমুল এর সঞ্চালনায় ইউনিয়ন আমীর/সভাপতি/সেক্রেটারিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম উপরোক্ত কথা বলেন।

মাওলানা আবদুল হালিম আরো বলেন, এই সরকারের জুলুমের স্বীকার হয়ে আমাদের ১০ জন কেন্দ্রীয় নেতা ইন্তেকাল করেছেন। ৫ জনকে ফাঁসি দিয়ে এবং ৪ জনকে জেল খানায় শহীদ করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছেন কিন্তু বাতিলের কাছে এক মুহূর্তের জন্যও মাথানত করেননি। আমাদেরকেও শত জুলুম-নির্যাতন উপেক্ষা করে রাজপথে ঠিকে থাকতে হবে এবং চূড়ান্ত সফলতার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শ‚রার সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ।